যশোরে যুবলীগ নেতার প্রাণ কেড়ে নিল ট্রাক

Track accident-PBA

পিবিএ,যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় আশরাফ আলী (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলমাস আলী নামে আরও এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, এবং আহত আলমাস আলী আরবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা আশরাফ ও আলমাস মোটরসাইকেল করে যশোর যাচ্ছিলেন যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় স্পিডব্রেকারে গতি কমালে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। আলমাস হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...