যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

kushta-arms-man-greptar-PBA

পিবিএ,ঢাকা: পাবনা ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুর গোলচত্বরে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ডগুলিসহ ফারুক হোসেন (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ। ফারুক হোসেন কুষ্টিয়া দৌলতপুরের চিলমারি চরের দিনু মন্ডলের ছেলে ও চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, ফারুক দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র ব্যবসা করে আসছিল। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনে একটি বাসে অস্ত্র ব্যবসায়ী ফারুক আছেন- এমন সংবাদ পেয়ে লালন শাহ সেতুর পূর্ব কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কের গোল চত্বরে চেক পোস্ট বসানো হয়। বাসে উঠে পুলিশ ফারুকের শরীর তল্লাশি করে। তার পরনের জ্যাকেটের ভেতরের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...