যাত্রীর স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত দিলেন ইমরান খান

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল:মানুষ মরনশীল। কিছু মানুষ মরতে চাই সততার সহিত আবার কেউ এর বিপরীতে। সৎ ব্যক্তির অন্যের অর্থের প্রতি থাকেনা কোন লোভ লালসা। এমনি এক মানবিক/ সৎ ব্যক্তি হিসেবে যাত্রীর স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ইমরান খান মানিকুল নামের এক ব্যক্তি যিনি নৈশ্যকোচের সুপারভাইজার।
গতকাল সকালে ভ্যানেটি ব্যাগসহ গলার চেইন, নাকফুল, আংটি এবং টাকা সাইদুর রহমান নামের ওই দম্পত্তির হাতে বুঝিয়ে দেন সুপারভাইজার।
ইমরান খান মানিকুল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের স্থানীয় বাসিন্দা এবং নাবিল পরিবহনের নৈশ্যকোচের সুপারভাইজার।
সুপারভাইজার মানিকুল জানান, বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে রহিম নামের এক ব্যক্তি তার এক আত্নীয়কে আমাদের গাড়িতে তুলে দেন এবং পরদিন শুক্রবার সকালে ঢাকার চান্দুরার বরাইপাড়া এলাকায় নামে। নামার পরে সেই ব্যক্তি তার ব্যাগটি সিটের নীচে ফেলে রেখে চলে যান।
তিনি আরও জানান, ব্যাগের মালিককে অনেক খোঁজাখুঁজির পর প্রায় ৩ ঘন্টা অতিবাহিত হলে ব্যাগের মধ্যে থাকা যাত্রীর মোবাইল দিয়ে কল করে আমাদের ঢাকার প্রধান কার্যালয়ে ডেকে এনে উপযুক্ত প্রমাণের সাপেক্ষে তাদের জিনিস বুঝিয়ে দিই। মানিকুল আরও জানান, মালামাল বুঝিয়ে দেওয়ার পর আমি তাদের কাছ থেকে সাদা কাগজে বুঝিয়ে নেওয়ার বিষয়টি লিখে নেই এবং ওই দম্পতি খুশি হয়ে আমাকে কিছু বকশিস প্রদান করেন।
ব্যাগ ফেরত পাওয়া ওই মহিলার স্বামী সাইদুর রহমান বলেন, আমরা আমাদের ব্যাগ ভালোভাবে ফেরত পেয়েছি। ব্যাগের মধ্যে থাকা কোনো জিনিস খোয়া যায়নি। আসলেই এমন মানুষ থাকা দরকার।
এ বিষয়ে পীরগঞ্জ নাবিল কাউন্টারের ব্যবস্থাপক মো: ফয়সাল বলেন, আমাদের সুপার ভাইজারের এমন মহৎ কাজ আসলেই প্রশংসনীয়। ছোট একটা চাকুরী করার পরও তিনি তার সততার পরিচয় দিয়েছেন বলে আমি মনে করি।
এদিকে মানিকুলের এমন সততা দেখে রাজা নামের এক যুবক বলেন, আজকাল এরকম নজির খুব কম দেখা যায়।মানবতা কাকে বলে তা দেখিয়ে দিলেন মানিকুল ।

আরও পড়ুন...