মানিকগঞ্জে শ্রমিকলীগের দ্বন্দ্বে

যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তমকে কুপিয়েছে প্রতিপক্ষ

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে শ্রমিকলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম হোসেন। আহত রুস্তম হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার আনুমানিক রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসট্যান্ড এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে যুবলীগ নেতার ওপর হামলা চালানো হয়।

আহত রুস্তমের চাচা মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্যেশে জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি বাবুল সরাকারের অনুসারীরা অন্যায়ভাবে আমার ভাতিজাকে যখম করেছে। রানা, উজ্জ্বল, আজাদসহ প্রায় দশজন চাপাতি, ছুড়ি এবং লাঠিসোঠা দিয়ে অতর্কিতভাবে রুস্তমকে আঘাত করে। রুস্তম বাঁচার জন্য পালাতে গেলে চাপাতি দিয়ে মাথায় এবং পিঠে আঘাত করে। মার খেতে খেতে রুস্তম অজ্ঞান হয়ে পড়ে, লোকজানের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

যুবলীগ নেতা রুস্তমকে দেখতে হাসপাতালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ নেতাকর্মী যান। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে দ্রুত সময়ের ভিতরে তদন্ত করে দোষীদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...