যেখানে যানবাহন একমাত্র বাহন ঘোড়ার গাড়ি

পিবিএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর মাঝে চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে ঘোড়াগাড়ি এখানে একমাত্র ভরসা। চরাঞ্চলে নির্দিষ্ট সড়ক না থাকায় বালুপথে যাত্রী ও পণ্য পরিবহনে বেশ বেগ পোহাতে হয় গাড়িচালকদের। তবে একারণে যাত্রী বহনে ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যাবস্থা চালু হয়েছে।

সরেজমিনে, চৌহালী উপজেলার সাত ইউনিয়নই যমুনা নদীভাঙ্গনে বিপর্যস্ত। এ এলাকার মানুষের কৃষিনির্ভর জীবিকা নির্বাহ দীর্ঘ অতীতের। তবে যমুনার দুপাড় ভাঙনের ফলে মাঝ নদীতে জেগে ওঠা বালুচরে স্বপ্ন বোনেন চরাঞ্চলের চাষিরা। জমির ফসল বাজারজাত কিংবা সংরক্ষণ করতে নিতে হয় চরাঞ্চল থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরের হাটবাজারে।

শুষ্ক মৌসুমে বালু বা হাঁটুপানির পথে এসব পণ্য পরিবহনে করতে হয় ঘোড়াগাড়িতে। আর বর্ষায় নৌকার যাতায়াতের মাধ্যম নৌকা। তবে বর্তমানে যমুনায় অসংখ্য ছোট-বড় চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে চরাঞ্চলে যাত্রী পরিবহনে ভাড়ায়চালিত মোটরসাইকেল ও ঘোড়াগাড়ির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

চরাঞ্চলে এখন অনেকেই ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এ ব্যাপারে ঘোড়া গাড়ি চালক মজনু মিয়া জানান, যমুনায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পণ্য পরিবহনে ঘোড়াগাড়ির কদর বেশি। দৈনিক ৮০০-১০০০ টাকা আয় করেন তিনি। ঘোড়ার খাবারের জন্য তাকে প্রতিদিন ব্যয় করতে হয় ১০০-৩০০ টাকা। বাকি টাকায় চলে সংসার।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে চরাঞ্চলে উৎপাদিত সব ফসল ঘোড়াগাড়িতে পরিবহন করতে হয়। দুই বছর আগেও গোসাইবাড়ি চরে ৩-৫টা গাড়ি ছিল। আর এখন ২৫-৩০টা ঘোড়াগাড়ি হয়েছে। দিন দিন ঘোড়াগাড়ির চাহিদা বাড়ছে।

এ ছাড়া একই চরের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রহমত আলী জানান, যমুনার চর শুকিয়ে গেছে। এ কারণে চরাঞ্চলে যাতায়াতে এখন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চাহিদা বাড়ছে। নৌকাঘাট থেকে গোসাইবাড়ি বাজারের দূরত্ব ৪-৫ কিলোমিটার। দুজন যাত্রী নিয়ে যাতায়াত করলে ২০০ টাকা ভাড়া। বালুচর হওয়ায় যাতায়াতে একটু বেশি সময় লাগে, তার পরও সারা দিন মোটামুটি তেল খরচ বাদে এক হাজার টাকা থাকে।

এ বিষয়ে স্থল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যমুনায় চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়েছে। এ কারণে চরাঞ্চলে যাতায়াতের সুবিধার্থে ভাড়ায়চালিত মোটরসাইকেল ও পণ্য পরিবহনে ঘোড়াগাড়ি ব্যবহার বেড়ে গেছে। অনেকেই কৃষি ও মৎস্য শিকারের পেশা ছেড়ে ঘোড়াঘাড়ি ও মোটরসাইকেল কিনে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

পিবিএ/এসএফকে/এমএসএম

আরও পড়ুন...