রংপুরে অটো চালকদের মাঝে খাবার বিতরণ

পিবিএ,রংপুর: করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরেও বন্ধ করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। রংপুর মহানগরীর অটো চালকদের মাঝে এক বেলার খাবার বিতরণ করেছে রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন ছোট বাবু।

বৃহস্পতিবার রাতে সিটি বাজারে অটো চালকদের মাঝে চাল-ডাল-তেল-লবণ মরিচ পেঁয়াজ সাবান জায়নামাজসহ এক বেলার এই খাবার সামগ্রী বিতরণ করেন সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু।

এ সময় উপস্থিত ছিলেন সিটি বাজারের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামাৃন মনির, শরিফুল ইসলাম, রানা, হুমায়ূন কবির মিঠু, মাহিন, আজহারুল ইসলাম মিন্টুসহ বাজার সমিতির নেতৃবৃন্দ । নগরীর ৫০০ অটো চালকের মাঝে এই খাবার সামগ্রী বিতরণ করা হয়।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমাদের প্রয়োজন সচেতনতার। প্রয়োাজন হোম কোয়ারাইন্টানের থাকা। আমরা কষ্ট করে সচেতন হয়ে যদি নিয়ম মনে চলি, তাহলে করোনার প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে খাদ্যের যোগান দেওয়া অসম্ভব কষ্টের। আমাদের উদ্দেশ্য করোনা মোকাবেলায় সবাইকে ঘরমূখী করে রাখা।
পিবিএ/মেজবাহুল হিমেল/এএম

আরও পড়ুন...