রংপুরে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের বাধা, ব্যানার ছিনতাই

পিবিএ,রংপুর: ডাকসুর ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর বিভাগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা তাদের ব্যানার ও ফেষ্টুন ছিনিয়ে নিয়ে তাদের সমাবেশ পন্ড করে দিয়েছে।

পুলিশ জানায়, ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আশে পার্শ্বের এলাকা প্রদক্ষিন করে। এ সময় তারা ডাকসু ভিপি সহ নেতা কর্মীদের উপর হামলাকারী ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা কর্মীদের দায়ি করে তাদের গ্রেফতার দাবি সহ বিভিন্ন দাবিতে শ্লোগান দেয় তারা।

বিক্ষোভ মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার জন্য সমবেত হলে ছাত্রলীগ ও যুবলীগের নাম ধারী কয়েকজন যুবক এসে মিছিল সমাবেশে ভারতের দালাল বলা যাবেনা এবং সরকার বিরোধী কোন বক্তব্য দেয়া যাবেনা বলে শাসায়। ছাত্র অধিকার আন্দোলনের নেতা কর্মীরা প্রতিবাদ করলে এ নিয়ে তীব্র বাক বিতন্ডা হয়। পরে ওই যুবকদের সাথে আরো কয়েকজন যোগ দিয়ে ছাত্র অধিকার আন্দোলনের কর্মীদের হাতে থাকা ব্যানার কেড়ে নিয়ে তাদের প্রেসক্লাব এলাকা ছেড়ে চলে যাবার জন্য তাদের গালাগালি ও ধাক্কাধাক্কি শুরু করে। এক পর্যায়ে তারা মানববন্ধন পন্ড করে দেয়। ফলে বাধ্য হয়ে মানব ন্ধন কারীরা প্রেসক্লাব এলাকা ছেড়ে চলে যায়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র অধিকার আন্দোলন রংপুর বিভাগীয় সমন্ময়কারী হানিফ খান বলেন আমরা ডাকসুর ভিপি সহ আমাদের সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে শান্তিপুর্ন ভাবেই বিক্ষোভ ও মানববন্ধন করতে চাইলেও পারলাম না । আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে গায়ের জোরে আমাদের উপর হামলা করে সরিয়ে দেয়া হলো কিন্তু এ ভাবে আর কতদিন গায়ের জোরে এ সব করা হবে। একদিন দেশের মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন তারা পালানোর রাস্তা খুজে পাবেনা বলে হুশিয়ারী উচ্চার করেন।

এদিকে এক ঘন্টা পর পুলিশের একটি দল ঘটনা স্থলে আসে তারা কিছুক্ষন অবস্থান করে আবারো চলে যায়। এ ব্যাপারে দায়িত্বরত এস আই মমিনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

পিবিএ/মেজবাহুল হিমেল/বিএইচ

আরও পড়ুন...