
পিবিএ,রংপুর: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। সোমবার সোয়া তিনটায় হুসেইন মুহম্মদ এরশাদের কবর কবর খননের সময় এই ঘোষণা দেন মহা নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
এ সময় মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল শাফি, সংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী সহ জেলা মহানগর নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম বলেন, ফয়সাল চিশতি এরশাদের জীবদশাতেও এরশাদকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তার মৃত্যুর পরেও ষড়যন্ত্র করছেন। এরশাদকে সেনানিবাসে সমাহিক করার প্রক্রিয়ার সাথে এই দালাল জাপা নেতার হাত আছে। উনি যদি লাশের সাথে রংপুরে আসে তাহলে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত হবে। তাকে রংপুরে অবাঞ্ছিত করা হলো। তার এই মতামতে উপস্থিত অন্য সব নেতাকর্মী সমর্থন করেছেন।
ইকে/আল আমীন সুমন/ইকে