পিবিএ,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাদারপুর নামক স্থানে যাত্রীবাহী দিবাকোচ ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাতনামা ট্রাক চালক নিহত এবং ৬ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) বিকেলে মহাসড়কের মাদারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিবাকোচ সালমা পরিবহন এর সাথে রংপুরগামী ট্রাক এর মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ট্রাক চালক নিহত হয়েছে এবং ৬ জন যাত্রী আহত হয়।
আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/আরকে/আরআই