মেজবাহুল হিমেল, রংপুর: রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক চিকিৎসকসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের তিন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার এক জনের করে নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে।
আক্রান্তরা হলেন, রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার এক বৃদ্ধ (৬০), মর্ডাণ মোড় এলাকার এক পুরুষ (৪৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক বিভাগের কর্মচারী (৩৬)। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৫ জনে।
এছাড়া লালমনিরহাট পাটগ্রাম উপজেলা চত্ত্বর এলাকার এক যুবক (২৬) ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
পিবিএ/বিএইচ