মেজবাহুল হিমেল,রংপুর: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
আক্রান্তরা হলেন, রংপুর নগরীর পর্যটন মোড় এলাকার এক মহিলা (৬৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের কর্মচারী (৫০), ধাপ লালকুঠি এলাকার এক পুরুষ (৩৯), কুকরুল এলাকার এক পুরুষ (৪৫), তামপাট এলাকার এক পুরুষ (৩৮), মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের ২ কর্মচারী, পীরগাছা উপজেলার এক পুরুষ (৩২), মমিনপুর ইউপি চেয়ারম্যান (৫০), ইউপি চেয়ারম্যানের স্বামী প্রকৌশলী (৬৫), গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৫৫), গঙ্গাচড়া উপজেলার ৩ পুরুষ। এছাড়া গাইবান্ধা গোবিন্দগঞ্জের ৩ জন পুরুষ নতুন করে আক্রান্ত হয়েছে।
রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শনাক্ত হয়। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮৩ জনে।
পিবিএ/এমআর