রহস্যে ঘেরা নেপালের জীবন্ত দেবীদের জীবন!

Debi
নেপালের সাবেক জীবন্ত দেবী প্রীতি শাক্য

 

পিবিএ ডেস্ক : নেপালের জীবন্ত দেবীর বয়স এখন ২২ বছর। দেবতা থেকে এবার সাধারণ মানুষের জীবনে ফিরছেন এই দেবী। এর মানে কী? তিন বছর বয়সে নেপালের কুমারী দেবী হিসাবে তাকে নির্বাচিত করা হয়েছিল।নেপালের কয়েক শতকের প্রথা এটি। দুর্গারই অন্য রূপ এই কুমারী। কিন্তু এই কুমারীদের জীবন ঘিরে রয়েছে রহস্য। সেগুলো কী ? প্রথম ঋতুস্রাবের আগে পর্যন্ত প্রীতি শাক্য নামের একটি মেয়েকেও এরকম কাঠমান্ডুর জীবন্ত দেবী কুমারী হতে হয়েছিল। ঋতুস্রাবের পরে তিনি ফিরে যান সাধারণ জীবনে। বাছাই করা হয় নতুন কুমারী। কিন্তু কুমারী হতে গেলে মানতে হয় নানা রকম কঠিন প্রথা।

তিন বছর বয়সে প্রীতিকে যখন নির্বাচিত করা হয়েছিল তখন তার চোখের রঙ, কণ্ঠস্বর, চুলের রঙ ও হাঁটাচলার মতো ৩২টি বৈশিষ্ট্য বিচার করে কয়েক হাজার শিশুর মধ্যে তাকে নির্বাচিত করা হয়েছিল। এতেও রয়েছে রহস্য। শুধু তাই নয়, কয়েকশ পশু বলি দেখেও নাকি যে শিশু কাঁদবে না, বিচলিত হবে না, অন্ধকার ঘরে রক্ত কিংবা সাপ দেখে ভয় পাবে না, এমন কিছু নির্ধারিত মাপকাঠিও রয়েছে। প্রীতির হাসির জন্যই কুমারী দেবী হিসাবে তার ছবি নেপালের অসংখ্য পর্যটকের কাছে বিক্রিও করা হয়েছে নেপালের সবচেয়ে জনপ্রিয় জীবন্ত দেবী রূপে। প্রথম জীবনে বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল। চোখে মাসকারা ও লাল-সোনালি পোশাকে ফুল-মালা পরে সারাক্ষণ থাকতে হয়েছে থাকে।

১১ বছর বয়স পর্যন্ত বছরে মাত্র একবার ছাড়া কুমারী ঘর প্রাসাদের বাইরে কোনওদিনও বেরোতে পারেনি সে। পড়াশোনাও সেখানেই। কিন্তু কুমারী ঘরে আর কী রয়েছে, তা জানা যায়নি। প্রীতি তিন বছর বয়সে যখন কুমারী দেবী হল, সপ্তাহে একবার বাবা-মাকে দেখার সুযোগ পেত সে। তবে মা রীনা সেখানে যেতেন ভক্ত হিসাবে। প্রীতির বোন একমাত্র শনিবার খেলার সুযোগ পেতেন তার সঙ্গে। সবাই সারাক্ষণ আদর-যত্নে আগলে রাখতেন তাকে। প্রথমবার স্কুলে গিয়ে বকা খেয়ে ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ দেবী নয়, আসলে যে তিনি মানুষ, তা প্রথম বুঝতে পারলেন প্রীতি। কয়েক লাখ লোক রোজ কুমারীকে এক ঝলক দেখার জন্য ভিড় করতেন। প্রীতি কলেজে পড়েছেন বর্তমানে। তার মা রীনা শাক্য প্রথম দিকে ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন মেয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বাবার মতোই থাঙ্কা শিল্পী হতে চান প্রীতি। পরিবারকে পেয়ে তিনি খুশি। তবে কুমারী জীবন একেবারে অন্যরকম বলে প্রীতি জানালেও তা নিয়ে আর কিছু বলতে চাননি তিনি। রহস্যেই রেখে দিয়েছেন। এক বার কুমারী দেবী থেকে অবসর নিয়ে স্বাভাবিক জীবনে ফিরলে মাসিক ভাতার বন্দোবস্তও থাকে আজীবন, এই পরিমাণ সঠিক কত জানা না গেলেও ভারতীয় মুদ্রায় বার্ষিক প্রায় কয়েক লাখ টাকা। মানবাধিকার কর্মীরা শৈশব কেড়ে নেওয়ার অভিযোগ এনে কাঠমান্ডুতে আন্দোলনও করেন এটা নিয়ে।

তবে প্রথম কুমারী যিনি স্কুলের পাঠ শেষ করেছেন, চুন্দা বজ্রাচার্য্যা নামের সেই তরুণী বলেন, নেওয়ার সংস্কৃতির অঙ্গ এটি। কারণ এর ফলে সমাজে মর্যাদা অনেকে বেড়ে যায়। কিন্তু কুমারী জীবনের প্রথা সম্পর্কে কিছু বলতেই চাননি তিনি। কাঠমান্ডুতে মোট ১২জন কুমারী দেবী থাকলেও রাজপ্রাসাদের কুমারী দেবী সবচেয়ে বেশি পদমর্যাদা পান। তবে মানবাধিকার আন্দোলনের ভক্ত নগরের কুমারী সজনীর ক্ষেত্রে স্কুলে পড়তে দেওয়ার ও খেলার সুযোগ দেওয়া হয়েছিল।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...