রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৬

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ছোট কাট্টলী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

একটি সূত্র বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংগ মারমা বুধবার সকালে দাবি করেন গোলাগুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে তাদের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন তিনি।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. সানজিদ আহম্মেদ জানান, রাতেই শুনেছি গোলাগুলির খবর। ঘটনাস্থল দুর্গম। সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন...