পিবিএ,রাঙ্গামাটি: দেশের একমাত্র করোনামুক্ত জেলা ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলা। অবশেষে এই জেলাতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রথমবারের মতো এ জেলায় ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার ( ০৬ মে) দুপুরে রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৯২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ২০২ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। আর বাকী ৮৬ জনের রিপোর্ট পাওয়া যায়নি। আক্রান্ত ৪ জনই রাঙ্গামাটি শহরের বাসিন্দা বলে তিনি জানান।
পিবিএ/নুরুল আমিন/বিএইচ