পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা পরিষদ ও আওয়ামীলীগের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাঙ্গামাটির রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌর সভার মহিলা কাউন্সিলার রূপসী দাশ গুপ্তা, ১ নং ওয়ার্ড কাউন্সিলার হেলাল উদ্দিন, ২ নং ওর্য়াড কাউন্সিলার করিম আকবর প্রমূখ।
ত্রাণ বিতরণকালে এমপি বলেন,আপনাদের পাশে সব সময় আছি এবং থাকবো। এই পথ চলা যাতে আর কোন বিপদে পড়তে না হয় তাহার জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, অসচেনতার কারণই হচ্ছে অগ্নিকান্ডের মূল। জনগণ যদি একটু সচেতন হয় তাহলে অগ্নিকান্ড থেকে রেহায় পাওয়া যায়। তাই জনগণকে সচেতন করে তুলে আগামী দিনের পথ চলায় ক্ষতিগ্রস্থদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এই ক্ষতি তাদেরকে কষ্ট করে পোষাতে হবে। ক্ষতিগ্রস্থদের আমরা শুধু সাহস দিতে পারি। তারা যাতে কোন কারণে তাদের সাহস না হারায় সেই দিকে আমাদের সব সময় দৃষ্টি থাকবে এবং আগামীতে যে কোন সুযোগ সুবিধা আমরা তাদের জন্য অব্যাহত রাখবো।
এসময় ক্ষতিগ্রস্থ ৭৬ পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা, আওয়ামীলীগের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
পিবিএ/এনএ/ইএইচকে