রাজধানীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আঁটক

পিবিএ,ঢাকা: র‌্যাব-২ এর পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী’র নেতৃত্বে অদ্য ১৫ জুন, ২০২০ গোপণ সংবাদের ভিত্তিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান পরিচালনা করে কুরিয়ার সার্ভিসে আম ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা প্রায় ৫০ লক্ষ টাকা মুল্যের আধা কেজি হেরোইন সহ ২ (দুই) জনকে আঁটক করেছে র‌্যাব-২। তারা উভয়েই স্বামী স্ত্রী। নামঃ ১। হাবিবুর রহমান বাবু (২৯), ২। দিলরুবা দিপা (২৭), সাং-চাকপাড়া, চাপাইনবাবগঞ্জ সদর।

আসামীরা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামীদের সম্পর্কে যাচাই-বাছাই কালে জানা যায়, তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী ও স্ত্রী শাড়ী ও লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কুরিয়ারে প্রতি মাসে ৩ থেকে ৪ টি করে চালান আসে যাতে ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার হেরোইন এসে থাকে।

আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পিবিএ/মোঃ জাহিদ আহসান/এমআর

আরও পড়ুন...