রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু সহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- গৃহকর্মী সুমি আক্তার (১৫), তার ছোটভাই ফিরোজ (১১) এবং ওই বাসার ভাড়াটিয়ার মেয়ে সোহানা আক্তার (৮)। মঙ্গলবার ৫মার্চ সকাল ১১ টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ছবি: পিবিএ