রাজবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় নিহত ২

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ভ্যানচালক ও অপরজন মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (৩০ জুলাই) সাড়ে ১১ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাঁকুর নওপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে ভ্যানচালক ইসলাম শেখ (৫০) ও নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে মোটরসাইকেল আরোহী জামাল মন্ডল (৪৫)।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বালু বোঝাই একটি ডাম্প ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৮০৪) পাংশার হাবাসপুর থেকে বালিয়াকান্দির আঞ্চলিক সড়ক দিয়ে মাগুরার দিকে যাচ্ছিলো। ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে বাম পাশের সড়ক থেকে একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়কে ওঠার সময় ট্রাকের নিচে চাপা পড়ে।

এসময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ভ্যানকে চাপা দেয়। এতে মোটরসাইকেল ও ভ্যান দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী মারা যান। পরে বালিয়াকান্দি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যান। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ঘাতক ট্রাক ও ট্রাকচালক পিকুলকে আটক করা হয়েছে।

চঞ্চল সরদার,রাজবাড়ী প্রতিনিধি

আরও পড়ুন...