পিবিএ,রাজবাড়ী: ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের সাথে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ তোফাজ্জেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,
উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল,সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবি,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন সহ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তরা এসময় বলেন,সন্ত্রাস ও জঙ্গীবাদ বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে।আমাদের সমাজ থেকে এ ব্যাধি দুর করতে সকল স্থরের মানুষ একত্র হয়ে কাজ করতে হবে।স্কুল ,কলেজ ও মাদ্রাসায় এ্যাসেব্লি করানোর সময় জঙ্গিবাদের কুফল সর্ম্পকে শিক্ষীর্থীদের মাঝে আলোচনা করতে হবে।
বিশেষ করে মসজিদের ইমামদের আরো বেশি ভুমিকা রাখতে হবে।প্রতি শুক্রবারে জুম্মার খুতবার পূর্বে কুরআন হাদীসের আলোকে সন্ত্রাস-প্রতিরোধ,প্রতিকার ও নির্মূলে করণীয় বিষয়ে আলোচলা করতে হবে।যাতে কোন মানুষ ভুল পথে না যায়।
পিবিএ/সিএস/আরআই