রাজবাড়ীতে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীতে ৪ বছরের শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে আজম শেখ ৫০ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৩ জুলাই দুপুর ২ টায় কালুখালী উপজেলার দত্ত পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০জুলাই বিকেলে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামে শিশুটিকে ধর্ষণ করে লম্পট আজম শেখ।

সোমবার ২২ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৩৬। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১)। মামলার আসামী আজম শেখ ঘোরপালান গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মুজুমদার পিবিএ’কে বলেন,গত ২১ তারিখ রাতে আমাদের কাছে একটা অভিযোগ আসে ৪ বছরের একটা শিশুকে ৫০ বছরের একজন বয়স্ক লোক ধর্ষণ করেছে। আমরা অভিযোগের সাথে সাথে মামলা নিয়েছি।

এবং এই ঘটনার সাথে জড়িত আসামীকে ধরতে বিভিন্ন জয়গার অভিযান চালিয়ে আজকে মঙ্গলবার দুপুর ২ টায় কালুখালী উপজেলার দত্তপাড়া এলাকায় তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা প্রাথমিক ভাবে শিশু বাচ্ছাটাকে হাসপাতালে পাঠিয়ে ডাক্টার দিয়ে আমরা প্রাথমিক পরিক্ষা করিয়েছি।

এটার মাধ্যমে আমরা যেটা পেয়েছি তার স্ত্রী অঙ্গে এ্যাসাল্টের দাগ রয়েছে এই মর্মে ডাক্টাররা প্রাথমিক ভাবে আমাদেরকে জানিয়েছে। এর পর আমরা চুড়ান্ত ভাবে আমরা ডাক্টারের পরিক্ষার জন্য পাঠিয়েছি সেই রির্পোট অচিরেই পেয়ে যাবো। মেয়েটা আদালতে ২২ ধারা জবান বন্দীতে কিভাবে তাকে পেন খুলে ধর্ষণের চেষ্টা করেছে এটা বর্ননা দিয়েছে।

পিবিএ /চন্চল সরদার/ ইকে

আরও পড়ুন...