রাণীনগরে ট্রক্টর উল্টে হেলপার নিহত

পিবিএ, নওগাঁ: নওগাঁর রাণীনগরে একটি মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টর উল্টে হারেজ মন্ডল (৬০) নামে ট্রাক্টরেট হেলপারের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দেড়টার দিকে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া মোড় এলাকা রাস্তায় এ দুঘর্টনা ঘটে। নিহত হারেজ মন্ডল ওরফে গবরা উপজেলার সদর ইউনিয়নের পূর্ববালুভরা গ্রামের তুমীর মন্ডলের গ্রামের ছেলে।
রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া মোড় এলাকা রাস্তা দিয়ে একটি ট্রাক্টর ও মটরসাইকেল যাচ্ছিলো। এমন সময় মোটরসাইকেলকে ট্র্যাক্টারটি সাইড দিতে গিয়ে ট্র্যাক্টরটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে হেলপারের ঘটনাস্থালেই মৃত্যু হয়।
পিবিএ/বিএটি/জেডআই

আরও পড়ুন...