রাণীনগরে মহিলা শ্রমিকের লাশ উদ্ধার

পিবিএ,নওগাঁ: নওগাঁর রাণীনগরে হামিদা বেগম (৩৫) নামের এক মহিলা চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত হামিদা উপজেলার আতাইকুলা হঠাৎপাড়া গ্রামের শাহিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সে বেশ কিছুদিন ধরে কুজাইল বাজার এলাকায় একটি বয়লার চাতাল মহিলা শ্রমিক হিসাবে কাজ করতো। শুক্রবার রাতে প্রতি দিনের মতো খাওয়া দাওয়া শেষে স্ব-পরিবারে বয়লারের পার্শ্বের একটি ঘরে ঘুমিয়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে নদীর পাড়ে একটি কদম গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায় ওই চাতালের শ্রমিকরা। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, ওই মহিলা শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কেউ বাদি না হওয়ার কারণে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পিবিএ/সুমন আলী/এএম

আরও পড়ুন...