রাণীহাটি ডিগ্রী কলেজে গুজবসহ বিভিন্ন সচেতন মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিবিএ,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সাথে ছেলেধরা গুজব, মাদক, ইভটিজিং, ধর্ষণ ও বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে কলেজ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপস্থিত থেকে সচেতন মূলক বক্তব্য রাখেন রাণীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল বাসার, শিবগঞ্জ থানার অপারেশন (ওসি) মোঃ আতিকুল ইসলাম, নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান(এডু)সহ শিক্ষকবৃন্দ।

অধ্যক্ষ আবুল বাসার তার বক্তব্যে বলেন, প্রতিনিয়ত ধর্ষণসহ বিভিন্ন প্রকার অনৈতিক ঘটনা শুনলেও কিছুদিন যাবৎ পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, ইস্যু করে ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়েছে সারাদেশে। এসব গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের পরিবারকে গুজবে কান না দিতে অবহিত করবে।

এদিকে শিবগঞ্জ থানার অপারেশন (ওসি) আতিকুল ইসলাম বলেন, কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেননা। কারন এটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। গুজব ছড়ানো চক্র বা কাউকে ছেলে ধরা সন্দেহ হলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)’কে খবর দিন এবং কোন প্রকার গুজবে কান দেওয়া যাবেনা।

পিবিএ/তারেক আহম্মেদ/ ইকে

আরও পড়ুন...