
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়া নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নওগাঁর দুজন, ঝিনাইদহের একজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য জটিলতায় জয়পুরহাটের একজন মারা গেছেন।
তিনি আরো জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা আইসোলেশনে রোগী ভর্তি ছিলেন ১২৮ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।