রাস্তার পাশে ময়লায় ভাগাড়: ভোগান্তিতে পথচারীরা

পিবিএ, ঈশ্বরদী (পাবনা) : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বাংলাদেশের একটি বিখ্যাত উপজেলা। অর্থনৈতিক,ব্যবসা অন্যান্য বিষয়ে ও রয়েছে ঈশ্বরদীর অনেক গুরুত্ব। এই উপজেলার প্রবেশদ্বার দাশুড়িয়া – ঈশ্বরদী রোড, এটাই ঈশ্বরদী উপজেলার মূল সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়ত করে হাজার হাজার পথচারী। অথচ ঈশ্বরদীর এই গুরুত্বপূর্ণ সড়ক অরুনকোলা থেকে আলহাজ্ব মোড়ের মাঝে, রাস্তার দু-পাশে ময়লার স্তুুপ।

দূর্গন্ধে যাতায়াত করা দূঃসাধ্যকর হয়ে পড়েছে পথযাত্রীদের। দূষিত হয়ে যাচ্ছে পরিবেশ ও মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, এতে শরীরে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগ। এছাড়া বৃষ্টির পানিতে এ সব ময়লার স্তূপ যত্রতত্র ছড়িয়ে পড়ছে। ফলে মশা-মাছি সৃষ্টি হচ্ছে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে ময়লার ভাগাড় পার হয় এলাকাবাসি। এসব পচা ময়লা আবর্জনার গন্ধের জন্য অনেকে অসুস্থও হয়ে পড়ে।স্থানীয়দের দাবি, ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া হোক।’

পিবিএ/মোঃ তুহিন হোসেন/বাখ

আরও পড়ুন...