পিবিএ,হিলি: করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রেল যোগে হিলিতে প্রথম বারের মত শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি। পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম ক্রেতার নাগালে থাকবে বলছেন ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম একটি বড় চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশন আসে। খালাস কার্যক্রম শুরু হয় দুপুরে।
আমদানীকারক শহিদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানীর জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে ৪২টি বগিতে ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ আজ সকালে হিলি রেলস্টেশনে এসে পৌছাঁয়। এসময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হচ্ছে। এরপর বাজারে দ্রুত সরবরাহের লক্ষ্যে আমদানী করা পেঁয়াজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
পিবিএ/এমএসএম