লকডাউন কার্যকর করাসহ ১০ দফা দাবি বাসদের

পিবিএ,রংপুর: জেলায় জেলায় করোনা টেস্টকেন্দ্র স্থাপন, দরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রেরণ করে লকডাউন কার্যকর করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে বাসদ নেতারা।

মানববন্ধনে জেলার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।

বক্তারা বলেন, রংপুরসহ সারাদেশে করোনা মহামারি দিন দিন ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। অথচ সরকার সীমিত পরিসরে সবকিছু খুলে দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এখন মানুষকে ঘরে রাখতে হলে পর্যাপ্ত খাদ্য সহায়তা দিতে হবে।

এসময় সারাদেশে বিনামূল্যে করোনাসহ অন্যান্য চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, জেলায় জেলায় করোনা টেস্টকেন্দ্র স্থাপন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, ত্রাণ চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, বাড়ি ভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ, চিকিৎসক নার্সসহ সকল স্বাস্থ্যসেবীদের সুরক্ষা ব্যবস্থা ও ডিজিটাল আইনে আটককৃতদের অবিলম্বে মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
পিবিএ/মেজবাহুল হিমেল/এএম

আরও পড়ুন...