পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার হাজির পাড়া বাজারে শনিবার দুপুরে চা দোকানের গ্যাস সিলিন্ডারের ভাস্ট হয়ে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে মুদী, কাপড়, হার্ডওয়ার ও স্বর্ণ দোকান সহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান,৮টি মালামালের গুদাম ও ৯টি বাসা সম্পূর্ণ পুড়েগেছে।
ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দাবী করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে হাজির পাড়া বাজারের পোষ্ঠ অফিসের গলিতে অবস্থিত অভিরামের দোকানে নতুন কিনে আনা গ্যাস সিলেন্ডারের মুখ দিয়ে গ্যাস লিক হয়ে আগুন ধরে তা মুহুর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে টিনসেড পাশ্ববর্তী দোকান ও বাসায় ছড়িয়ে পড়ে।
শনিবার বাজার দিন থাকায় বাজারে আসা মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় দোকান ও বাসা থেকে লোকজন জীবন নিয়ে বের হতে পারলেও কোন মালামাল উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নীকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮টি মালামালের গুদাম এবং ৯টি বাসা সম্পূর্ণ পুড়েগেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল ইসলাম ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ডেপুটি এসিষ্টেন্ট ডাইরেক্টর ইকবাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএ’কে জানান, ক্ষতি নিরুপনে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে তালিকা তৈরী করা হচ্ছে।
পিবিএ,মোহাম্মদ রফিকুল ইসলাম/ইকে