লক্ষ্মীপুরে ৮ ছিনতাইকারীকে গণধোলাই, পুলিশে সোপর্দ

পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী থেকে ছিনতাইকালে ৮ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সমিতির হাট এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়িরে উদ্দেশ্যে যাচ্ছিল। পালেরহাট নামক এলাকায় পৌছলে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। তার চিৎকারে ছিনতাইকারীদের আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ এসে ৮ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় মামলা হয়েেছে। মামলা নং-১১, তারিখ-১১/০৬/২০২০খ্রি, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সং/২০১৮ সনের ৪(১)।

সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিবিএ/আবীর আকাশ/এমআর

আরও পড়ুন...