লাইভ দেখুন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

পিবিএ ঢাকা: সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার কালো মেঘ পেছনে ফেলে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আসরের মধ্য দিয়ে তিন মৌসুম পর আবারও বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

https://www.youtube.com/watch?v=yQHnoHh25LI&feature=emb_logo

উদ্বোধনী অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৫টা থেকে সরাসরি সম্প্রচার করছে নিউজটোয়েন্টিফোর, বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। শেষ হবে রাত ১০টায়।

এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা সাতটার একটু আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি এই টি-২০ ক্রিকেট আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। টি-২০ এই টুর্নামেন্ট ভালোভাবে শেষ হয় সেই আশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন ঘোষণার পরপরই আতশবাজির ফোয়ারায় বর্ণিল হয়ে ওঠে মিরপুরের আকাশ।

বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানের ব্যাপ্তি প্রায় পাঁচ ঘণ্টার, বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়। দেশের শিল্পীরা পরিবেশন করছেন অনুষ্ঠানের প্রথমাংশ। ‘দি রকস্টার’ ব্যান্ডের মঈনুল ইসলাম খান শুভকে দিয়ে পারফরম্যান্স শুরু হয়। পর্যায়ক্রমে রেশমি মির্জা, জেমস সংগীত পরিবেশন করছেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...