পিবিএ,লাকসাম: কুমিল্লার লাকসামে একটি প্রাইভেট হাসপাতালের তিন কর্মচারির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৬ জন। আজ রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মে) শহরের লাইফ কেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাৎক্ষনিক প্রশাসন ওই হাসপাতাল লকডাউন করে দেয়। ওইদিনই হাসপাতালে কর্মরত কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। আজ (২৪ মে) তাদের মধ্যে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভি আসে। আক্রান্তদের মধ্যে নাঙ্গলকোটের চাটিতলা গ্রামের ২০ বছর বয়সী এক তরুণ, লালমাই উপজেলার পেরুলের ২৭ বছর বয়সী এক যুবক ও সদর দক্ষিণ উপজেলার কনকশ্রী গ্রামের ২৮ বছর বয়সী এক যুবক রয়েছেন। তিনজনই ওই হাসপাতালের কর্মচারি। ওটি ইনচার্জ করোনায় আক্রান্তের পর থেকে নতুন আক্রান্তরা হাসপাতালেই রয়েছেন। তাদের মধ্যে শুকনো কাশি ছাড়া করোনার অন্য কোন উপসর্গ নেই। তাদেরকে আইসোলেশানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, উপজেলায় প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।
পিবিএ/চন্দন সাহা/এএম