পিবিএ,লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে শুক্রবার (৫ জুন) নতুন করে এক চিকিৎসকসহ আরো ১৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে লাকসাম উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০১ জনে।
বাজারে অধিক জনসমাগম সৃষ্টি এবং সঠিকভাবে স্বাস্হ বিধি না মানায় লাকসামে দিনদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। এ পর্যন্ত উপজেলায় কোভিড-১৯ এর মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩৬ জনের। এদের মধ্যে রিপোর্ট এসেছে ৬১৫ জনের, আর প্রক্রিয়াধীন রয়েছে ১২১ জনের। এ তথ্য জানিয়েছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রেপিড রেসপন্স টিমের সদস্য ডা.আলমগীর হোসেন ।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ে এলাকার বিশিষ্টজনরা বলেন, লাকসাম পৌর শহরে নিরাপদ শারীরিক দূরত্বের বালাই নেই বললেই চলে। এতে দিনদিন উপজেলায় করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে। আর জনসাধারণের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এ এলাকার মানুষ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী জানান, করোনার সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে শারীরিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সতর্ক থাকতে হবে। জনসমাগম করা যাবে না। ত না হলে আমাদের পরিনতি আরো ভয়াবহ হয়ে উঠবে।
পিবিএ/চন্দন সাহা/এমআর