
পিবিএ,লালপুর (নাটোর): নাটোরের লালপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ব্যাক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইলিশামারি পদ্মার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নের্তৃত্বে র্যাবের একটি দল উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বিলমাড়িয়া নাগশোষা গ্রামের আছান আলীর ছেলে আনিসুর রহমান (২৪), রিফাজ মন্ডলের ছেলে রুবেল (৩৩), রমজান শেখের ছেলে রিন্টু শেখ (৩৫), আলমগীর হোসেনের ছেলে সবুজ প্রামানিক (৩০), আমিরুল ইসলামের ছেলে সজল উদ্দিন (২৯) এবং চকবাদিকুর পাড়া গ্রামের অনসাদ মন্ডলের ছেলে রুবেল মন্ডলকে (২৭) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাসুয়া সহ দেশীয় অস্ত্র এবং অন্যান্ন মালামাল উদ্ধার করা হয়। র্যাব আরো জানায় আটককৃত যুবকরা জলদস্যুতা,ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসি কার্যকলাপের সাথে জড়িত। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।