পিবিএ,লালমনিরহাট: বিলবোর্ড, ফেস্টুন সরানোকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ওসি রায়হান আলী জানান, উপজেলার বড়বাড়ি ইউনিয়নের প্রাণকেন্দ্র শিমুলতলা মোড়ে একাদশ নির্বাচনের মহাজোটপ্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড ছিল। সোমবার সন্ধ্যায় বিলবোর্ডটি সরিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ছবি সাঁটানো হয়।
মঙ্গলবার দুপুরে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা করে টিভি ও কয়েকটি চেয়ার ভাংচুর করে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি রায়হান আলী।
পিবিএ/এআর/ইএইচকে