পিবিএ, লালমনিরহাট: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে বিরোধের জেরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেড থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, নয়ন মিয়া (২৪), রুবেল (৩৫), আব্দুল্লাহ (১৯), রনি মিয়া (২২), মোজাম্মেল হক (৪০) ও আলতাব হোসেন (৪৬)। তারা সবাই আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
পুলিশ জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল আলম।
এদিকে, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ফারুক ইমরুল কায়েস।
দলীয় মনোনয়ন নিয়ে রবিবার রফিকুল আলম ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফিরার পথে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা তাদের পথ রোধ করে। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষিপ্ত হামলার ঘটনায় ৩ পুলিশসহ উভয়পক্ষের ১৪ জন আহত হন। এসময় ভাঙচুর করা হয় ১৫/২০টি মোটর সাইকেল।
আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর ও আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম বাবুসহ (৩০) ৪জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিবিএ/এসআই/হক