লালমনিরহাটে আ.লীগের স্বতন্ত্রদের টার্গেট বিএনপি-জামাতের ভোট

lalmonirhat-map-PBA

পিবিএ,লালমনিরহাট: প্রতীক বরাদ্দ পেয়েই নতুন উদ্যমে প্রচারণায় সরব লালমনিরহাটে বিভিন্ন উপজেলার প্রার্থীরা। তবে নিজ দলের একাধিক প্রার্থী থাকায় বেকায়দায় রয়েছে আওয়ামী লীগ। লালমনিরহাটে উপজেলাতে একাধিক স্বতন্ত্র প্রার্থীকে সামলাতে হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের।

দলগতভাবে বিএনপি-জামায়েত প্রার্থী না দেয়ায় বিএনপি-জামায়েত ভোটকেই টার্গেট করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর আওয়ামী লীগের কিছু অংশের সমর্থনও পাচ্ছেন তারা। তাই আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক জয় পরাজয়ে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী ১০ মার্চ লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় ভাবে বর্জন করেছেন। দেয়া হয়নি কোনো দলীয় প্রার্থী। এ সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন। তাদেরকে বিভিন্ন কৌশলে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চেষ্টা করছেন। জেলার সদর, আদিতমারী ও হাতীবান্ধায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রায় প্রতিদিনই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীর সাথে আলাদা আলাদা বৈঠকে বসছেন। তাদের ভোট কেন্দ্রে আসতে চেষ্টাসহ বিভিন্ন মামলা ও হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মনে করছেন, কয়েকটি নির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থিত লোকজন ভোট দিতে পারেনি। ফলে তারা যদি বিএনপি-জামায়াতের ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে তাহলে তাদের ভোট নিশ্চিত নৌকা মার্কার বিপক্ষে যাবে। সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় সহজতর হবে। আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের এ বাড়তি চেষ্টা চলছে।

এদিকে শনিবার ও রবিবার রাতে হাতীবান্ধায় বিএনপি সমর্থিক কয়েকজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বেশ কয়েক জন বিএনপি’র নেতা দফায় দফায় বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনের গোপন সিন্ধান্ত হয়। তারা ইতিমধ্যে অতি গোপনে নৌকা বিরোধী প্রচারনায়ও নেমেছেন।

লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে এ জেলায় বিএনপি’র নেতা-কর্মী ও সাধারণ ভোটারও ভোট বর্জন করবেন। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এসআইপি/এফএস

আরও পড়ুন...