শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব কলেজ থেকে বাড়ি ফেরার পথে এমইএইচের কাছে জাবালে নূর বাসের ধাক্কায় গতবছরের আজকের এই দিনে(২৯ জুলাই) মর্মান্তিকভাবে নিহত হয়। বহুল আলোচিত এ দূর্ঘটনার আজ ছিল তাদের মর্মান্তিক মৃত্যুর প্রথম বার্ষিকী। সে উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের। তাতে অংশ নেন দিয়ার পরিবারের সাথে রাজিবের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শেষে রাজিবের মা ভাইকে কলেজের প্রধান ফটকের সামনে অপেক্ষায় থাকতে দেখা যায়। তখন বাড়ি ফেরার পথে কলেজের হাজারো শিক্ষার্থী। নিঃস্ব অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে ছিল পিতৃহীন রাজিবের মা ও ভাই। যা ধরা পড়ে বার্তা সংস্থা পিবিএ‘র ক্যামেরায়। সোমবার, ২৯ জুলাই। ছবি: পিবিএ