‘শেখ হাসিনা থেকে তৃনমূল পর্যন্ত সবাই দূর্নীতিগ্রস্থ ছিল’

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনাসহ তৃনমূল পর্যায়ের সকল নেতা-কর্মীরাই দূর্নীতিগ্রস্থ ছিল। যার কারণে আজ সকলেই পলাতক।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব পালন করলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি আগামী প্রজন্ম একটি ভালো বাংলাদেশ দেখতে পাবে।

তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে হঁটিয়েছে। আমরা বিএনপি, এই আন্দোলনের একটি সহযোগী সংগঠন হিসেবে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে চাই।

স্থানীয় অবকাঠামোগুলো সম্পর্কে তিনি বলেন, এই কলাপাড়া আমাদের সবার। বাংলাদেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র ও নৌঘাঁটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এগুলো আপনাদের লেখনীর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে হবে।

কলাপাড়া প্রেসক্লাবের আহ্ববায়ক মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।  এসময় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মিলন কর্মকার রাজু।

আরও পড়ুন...