শেরপুরে অসহায়দের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

পিবিএ,শেরপুর: বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে ১০ টি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর উপজেলা পরিষদ থেকে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামলীগের সভাপতি মোঃ মজিবর রহমান মজনু।

এসময় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকিত আরী শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজা,ভ্যাটেরিনারী সার্জন ডাঃ রায়হান, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী মন্টু, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। শেরপুর উপজেলা পরিষদের অর্থায়নে দুই হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৪ হাজার মাস্ক বিতরণ করা হয় ।

এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগে নোভেল করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত আছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এএম

আরও পড়ুন...