শেরপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিবিএ,শেরপুর: বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের কর্মহীন হয়ে পড়া প্রায় ৪ শত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ১০ মে রোববার দুপুরে শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ব্যাক্তিগত তহবিল থেকে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমপি পুত্র আসিফ ইকবাল সনির তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামলীগের সহ সভাপতি মুন্সি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলী, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার প্রমূখ।

পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ

আরও পড়ুন...