শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত দুই

accident-500 PBA

পিবিএ,শেরপুর: শেরপুরে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তাজেল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার কানাশাখোলা এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। নিহত তাজেল ছনকান্দা গ্রামের দুদু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ পিবিএকে জানায়, নিহত তাজেল ও তার দুই বন্ধু পাবেল ও রাসেল মোটরসাইকেলযোগে শেরপুরে আসার পথে কানাশাখোলা বটতলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। এরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাইক্রোবাসটি। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ওই দুইবন্ধুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম পিবিএকে বলেন, ঘটনা শোনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে ছিটকে গিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

পিবিএ/এসমএম/হক

আরও পড়ুন...