শৈলকুপায় আতর্কিত হামলায় নিহত -২

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২৫) ও মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪৫)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের গোলাম কুদ্দুস খাঁ ও মকবুল মহুরী মন্ডল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল গোলাম কুদ্দুসের সমর্থক আবেদ আলী খাঁকে মারপিট করে প্রতিপক্ষরা।

এ ঘটনার জের ধরে আজ দুপুরে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় খাঁ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মকবুল মহুরী মন্ডলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে অভি মন্ডল ও লাল্টু মন্ডলসহ ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অভি ও লাল্টুকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিবিএ/আরাফাতুজ্জামান/এএম

আরও পড়ুন...