পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক উল্টে নসিব মন্ডল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু ঐ গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে খুলুমবাড়ী গ্রামের সোহেলের প্রতিবন্ধী ছেলে সিজানের ইজিবাইকে চড়ে খেলার ছলে এলাকায় ঘুরতে যায় শিশু নসিব মন্ডল ও তার বন্ধুরা। এসময় মাদলা স্কুল মাঠের কাছে পৌছলে ইজিবাইকটি উল্টে যায়। এসময় নসিব ও তার বন্ধুরা আহত হয়। এদের মধ্যে শিশু নসিবের অবস্থা আশংকাজনক দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশু নসিবের মৃত্যু হয়। এ খবরে এলাকায় শোকের মাতম নেমে আসে। বিকেলে তার মৃতদেহ বাড়ী ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা হয়। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডপবিএ/এটি/এমএসএম