পিবিএ,ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতার জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৭ মে, (বৃহস্পতিবার) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধান কাটার রিপার মেশিন বিতরণ করেন। ধানকাটার শ্রমিক স্বল্পতায় যাতে কৃষকদের সমস্যা না হয় তার জন্য এদিন মোট ৫টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন বাগচী, দেবদাশ বালা প্রমূখ।
এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
পিবিএ/বিএইচ