শ্রীমঙ্গলে অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।

“করি মানুষের তরে কাজ, গড়ি সুন্দর সমাজ ” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলার কালাপুর ইনিয়নের সিরাজনগর এলাকায় বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গ্রীন কালাপুর নামের সামাজিক সংগঠনটি এই আয়োজন করে। এর আগেও করোনা পরিস্থিতিতে এলাকার অসহায় ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি। এসব খাদ্য সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগীতা করেন ইউকে প্রবাসী ফুরকান আলী শমীম ও হোছনা আক্তার।

ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, শ্রীমঙ্গল থানা তদন্ত ওসি মো. সোহেল রানা, গ্রীণ কালাপুর সংগঠনের আহবায়ক জাকারিয়া আহমেদ, সদস্য সচিব দেলোয়ার মামুন, সাংবাদিক আব্দুস শুকুর ও তোফায়েল পাপ্পুসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্য সচিব দেলোয়ার মামুন জানান, কালাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরীর লক্ষে এলাকার তরুন ও যুব সমাজ মিলে গ্রীণ কালাপুর নামে সংগঠন গড়ে তোলেন।

প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা। এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় দুস্থদের সাথে ভাগাভাগি করে দিতে ১ম ধাপে ৫০টি অসহায় কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে আটা, ময়দা, সেমাই, চিটি, তেল, ছোলা ইত্যাদি ও নগদ অর্থ তোলে দেয়া হয়। তিনি আরও জানান পর্যায়ক্রমে কালাপুর ইউনিয়নের প্রত্যেকট্ িএলাকার প্রায় ৪শত ৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হবে।

পিবিএ/তোফায়েল পাপ্পু/বিএইচ

আরও পড়ুন...