পিবিএ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিক,করোনায় মৃত ও বেওয়ারিশ লাশ দাফন-কাফন কাজে নিয়োজিত ‘ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন’ উপজেলার বিভিন্ন কবরস্থানে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও মাঠ পর্যায়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী স্বাস্থ্য কর্মীদের মধ্যে পিপিই মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে যুক্তরাজ্য বিএনপি সাবেক ক্রিয়া সম্পাদক সরফরাজ আলী শরফুর উদ্যোগে ২৮৩ জন এসব দায়িত্বশীলদের মধ্যে মাস্ক,হেন্ড স্যানিটাইজার,গ্লাভস ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, ইকরামুল মুসলিমের জেলা টিমের প্রধান এহসানুল হক জাকারিয়া,উপজেলা টিমের প্রধান এম এ রহীম নোমানী, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল জব্বার আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক ছামি মাহমুদ চৌধুরী, সাবেক কলেজ ছাত্রদল নেতা মোবারক হাসান লোপ্পা,নজরুল ইসলাম, রাজু আহমেদ, সবুজ আহমেদ,মোরশেদ সালেহীন নাবিল প্রমুখ।
পিবিএ/তোফায়েল পাপ্পু/এমআর