শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাথে পিবিএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

sylet-press-club-PBA

শ্রীমঙ্গলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বার্ত সংস্থা পিবিএ । বুধবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । পিবিএ বিনোদন প্রতিনিধি মারুফ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ।

এসময তিনি পিবিএকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আশা করবো পিবিএ সবসময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। পিবিএ আরো অনেক এগিয়ে যাবে এই দোয়া কামনা করি ।

এসময় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আরী । তিনি পিবিএর সাফ্যল্য কামনা করেন ।

পিবিএ’র পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করেন বিনোদন প্রতিনিধি মারুফ সরকার । এসময় তিনি বলেন,আমরা খুব খুশি আর শ্রীমঙ্গলের মানুষের আন্তরিকতা দেখে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি । এসময় আরো বক্তব্য রাখেন,পিবিএ’র এম ফহিম ফয়সাল স্বরণ ও সামিয়া মিতু ।

আরও পড়ুন...