পিবিএ,ডেস্ক:সংসদ ভবনে সাপ! নিশ্চয় শিরোনাম পড়ে অবাক হচ্ছেন, তবে ঘটনাটি সত্য। বৃহস্পতিবার (২৫ জুলাই) নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এই ভয়ানক কাণ্ডটি ঘটে।
এ ব্যাপারে ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র ওলুগবেঙ্গা ওমোলে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও সবাই নিরাপদ রয়েছেন।’
‘সাপটি অধিবেশনকক্ষের ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়েছিল। পরে সাপটিকে মেরে ফেলা হয়। অর্থের অভাবে পার্লামেন্ট ভবনের সংস্কারকাজও ঠিকমতো হচ্ছে না। তাই সাপ ওখানে আশ্রয় নিতে পেরেছিল।’
সাপ কাণ্ডের পর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ঘটনায় আইনপ্রণেতারা ঘোষণা দিয়েছেন পুরো সংস্কার কাজ শেষ না হলে এবং নিরাপত্তা জোরদার না হলে ফিরবেন না তারা।
পিবিএ/ইকে