সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের স্কুল চালু উদ্যোগ

পিবিএ,মাগুরা: ‘করোনায় থামবে না পড়া’-এই ব্রত নিয়ে মাগুরায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শ্রমজীবী পরিবারের সন্তানদের পাঠদানের জন্যে ‘অদম্য পাঠশালা’ চালুর উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল পাড়ায় এই ‘অদম্য পাঠশালা’র শিক্ষক এবং শিক্ষার্থিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, ছাত্র ফ্রন্ট মাগুরা শহর কমিটির আহবায়ক মোহাম্মদ সোহেল, স্কলাস্টিকা স্কুলের শিক্ষক ইয়াকুব আল ইমরান প্রমুখ।

আগামী শনিবার থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শহরের ৪টি এলাকায় সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত ৭০ জন শিক্ষার্থিকে বিনা বেতনে পাঠদান করা হবে। যেখানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থিরা পাঠদান করবে। পরবর্তিতে পাঠদান এলাকা এবং শিক্ষার্থী সংখ্যা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।
পিবিএ/ মোখলেছুর রহমান/এএম

আরও পড়ুন...