সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে: ড.গওহর রিজভী

পিবিএ,যশোর: যশোরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেছেন,দেশে দুর্নীতি ও নারী-পুরুষে বৈষম্য দূর করতে না পারলে দেশে টেকসই উন্নয়ন বাস্তবায়ন কখনোই হবে না।দারিদ্র্য দূর করা সম্ভব হবে না।সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশে টেকসই উন্নয়ন করে সমান তালে এগিয়ে যেতে হবে।নারী-পুরুষ বৈষম্য প্রতিরোধ করতে হবে।নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।

এসডিজি
ক্ষুদ্র নৃগোষ্ঠির জমির দলিল হস্তান্তার করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড.গওহর রিজভী

বৃহস্পতিবার বেলা ১২ টায় যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য,যশোর ৪ সংসদ সদস্য ইসমাত আরা সাদেক,অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের প্রমুখ,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এসময় তিনি আরো বলেন,বর্তমানে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।জাত-ধর্ম,নারী-পুরুষ এক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে সামিল হতে হবে।সেই লক্ষে সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ সম্ভব না হয় তাহলে সহিংসতা বাড়বে। এবং আমাদের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।তাই সমাজে দুর্নীতি ও বৈষম্য দূর করা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠির জমির দলিল,শার্শার স্কুল ছাত্রীর নিপার ২ লাখ টাকা,শার্শার ভূমি অফিসের পিয়ন মুরাদের স্ত্রীর ৩ লাখ টাকা ও ভূমিহীন মুন্না ও তার মেয়ে মাওয়ার বাড়ির ডিজাইন ও জমির দলিল প্রদান করেন।

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...